Friday, March 28, 2014

জীবনের পাতা

আজ সকাল ১১ টার সময় ঘুম থেকে উঠলাম । সকালে আমার সবাইকে নিয়ে পিকনিক এ যা্ওয়ার কথা ছিল । পেটের পীড়ার কারনে কোথাও বের হতে পারছিনা । গতকাল রাতে পিৎজা খাওয়ার কারনে মনে হয় আমার এ অবস্থা । বারবার ফোন আসার কারনে প্রচন্ড বিরক্ত হয়ে আছি ।

Friday, January 3, 2014

প্রলাপ

প্রতিটা মানুষের জীবনেই একজন সুপারহিরো থাকে। এই এক লাইন লিখার পর আমি ভাবছি। পরের লাইন কি লিখবো। আমার লিখতে খুব ইচ্ছা করে। কিন্তু লিখতে গেলে সব এলোমেলো হয়ে যায়। মাথার ভেতর রাজ্যের চিন্তা ঘুরপাক খায় পাজ্‌ল গেমের মতো। সাজাতে পারি না। শেষ পর্যন্ত মেজাজ খারাপ হয়ে যায়। ইচ্ছা করে সবকিছু ছিড়ে কুটি কুটি করে ফেলি। মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছা করে। কার ওপর দোষ চাপানো যায় ভাবতে থাকি। আজ আমার এরকম অবস্থার জন্য সবাই দায়ী। সবাই। আমার কোন দোষ নেই। নাকি নিজের দোষটাই আমি ধরতে পারছি না। আচ্ছা আমি কি অন্ধ? যারা লেখক তার তো সাধারন কিছুর মধ্যে অসাধারন অনেক কিছু দেখতে পায়। তবে আমি পাই না কেন? চারপাশের সব কিছু এত সাধারন লাগে কেন? আমার কি অনুভূতি শক্তি নষ্ঠ হয়ে গেছে, নাকি কখনো ছিলই না।
যাহোক সেসব কথা থাক। আমার ছোটবেলা কিছু কথা আপনাদের বলি। কথাগুলো অর্থহীন মনে হতে পারে। তবে শেষ পর্যন্ত অর্থহীন মনে হবে না।

Saturday, May 26, 2012

শুরুতেই সমাপন

           ভেবেছিলাম আর লিখবো না। কিন্তু হঠাৎ করে আজ সকালে মনে হল আমার লেখাটা চালিয়ে যাওয়া উচিৎ। বিরক্তিভাব নিয়ে লিখতে বসলাম। ভাবছি, আর ভাবছি। লিখতে গিয়ে ভেতর থেকে আর কোন লেখা বের হচ্ছে না। তাই, দশ মিনিট চিন্তা করার জন্য বিরতি নিলাম। দশ মিনিট শেষ হবার পর চিরাচরিত নিয়মে, লিখতে বসলাম। এবার যেন লেখাটা গড় গড় করে বের হচ্ছে।